- Advertisement -
- Advertisement -
আজ ভারতে কেনা যাবে POCO X3, 6000MAH ব্যাটারি এবং 8GB র‌্যাম যুক্ত এই ফোনের জেনে নিন কত দাম

আজ ভারতে কেনা যাবে POCO X3, 6000MAH ব্যাটারি এবং 8GB র‌্যাম যুক্ত এই ফোনের জেনে নিন কত দাম

- Advertisement -

HIGHLIGHTS
Poco X3 ফোনের বিশেষ ফিচার হল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 6000mAh ব্যাটারি
Poco X3 ফোনের 6GB র‌্যাম এবং 64GB স্টোরেজের বেস ভেরিয়েন্টির দাম 16,999 টাকা
Poco X3 ফোনটি 8GB পর্যন্ত LPDDR4X র‌্যাম সহ অক্টা-কোর কোয়ালকমভারতে  স্ন্যাপড্রাগন 732G SoC দেওয়া

সম্প্রতি লঞ্চ হওয়া Poco X3 ফোনের আজ ফ্লিপকার্টে (Flipkart) সেল। আজ দুপুর ১২টা থেকে এই ফোনে বিক্রি শুরু হবে। সংস্থা তরফে এই ফোনটি গত মাসে ভারতের বাজারে আনা হয়েছে। Poco X3 হল সংস্থার পুরোনো মডেল Poco X2 এর আপগ্রেডেড সংস্করণ।

Poco X3 ফোনের বিশেষ ফিচার হল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 6000 mAh ব্যাটারি। এছাড়াও অনেক বিশেষ বৈশিষ্ট্য পাবেন গ্রাহকরা। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম ও ফিচার সম্পর্কে…

POCO X3 ফোনের দাম
সংস্থা তার নতুন স্মার্টফোন কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Poco X3 ফোনের 6GB র‌্যাম এবং 64GB স্টোরেজের বেস ভেরিয়েন্টির দাম 16,999 টাকা। অন্যদিকে 8GB র‌্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। কোবাল্ট ব্লু এবং শ্যাডো গ্রে এই দুটি রঙে বাজারে কিনতে পাওয়া যাবে পোকো এক্স ৩।

আজ ভারতে কেনা যাবে POCO X3, 6000MAH ব্যাটারি এবং 8GB র‌্যাম যুক্ত এই ফোনের জেনে নিন কত দাম

POCO X3 স্পেসিফিকেশন
Poco X3 ফোনে রয়ছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, যা 2340×1080 পিক্সেলের রেজোলিউশন সহ আসে। স্ক্রিনের সুরক্ষার জন্য় একটি কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা দেওয়া হয়েছে। এই নতুন ফোনটি Android 10 এর ভিত্তিতে MIUI 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। Poco X3 ফোনটি 8GB পর্যন্ত LPDDR4X র‌্যাম সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G SoC, অ্যাড্রেনো 618 জিপিইউ দ্বারা চালিত হয়।

ফোটোগ্রাফির জন্য় Poco X3 ফোনে দেওয়া হয়েছে AI কোয়াড রিয়ার ক্যামেরা। ফোনের প্রাথমিক ক্যামেরা 64 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স সেন্সর, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য় দেওয়া 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Poco X3 এর 6000mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিংকে সপোর্ট করবে। একই সাথে কনেক্টিভিটির জন্য় ফোনটিতে চার্জ দেওয়ার জন্য 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস / এ-জিপিএস, 3.5mm হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সরবরাহ করা হয়েছে। এটির ওজন 215 গ্রাম।

আজ ভারতে কেনা যাবে POCO X3, 6000MAH ব্যাটারি এবং 8GB র‌্যাম যুক্ত এই ফোনের জেনে নিন কত দাম

POCO X3 KEY SPECS, PRICE AND LAUNCH DATE
Price: Rs. 16999 BUY
Release Date: 22 Sep 2020
Variant: 64GB6GBRAM
Market Status: Launched

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up