- Advertisement -
- Advertisement -
পেপাল বাতিল করলো ডোমেইন নিবন্ধন এপিকের অ্যাকাউন্ট

পেপাল বাতিল করলো ডোমেইন নিবন্ধন এপিকের অ্যাকাউন্ট

- Advertisement -

ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে পেপাল সহায়ক হিসেবে থাকলেও সবাইকে ফ্রি পাস দিবে না বলেই প্রতীয়মান হচ্ছে। ম্যাশেবল জানিয়েছে, পেমেন্ট জায়ান্টটি ডোমেইন নিবন্ধক এপিকের অ্যাকাউন্ট বাতিল করেছে। খবর এনগ্যাজেট।

এপিক মূলত আর্থিক ঝুঁকি শেষে তাদের রাইট-উইং হেভেন গ্যাব এবং প্রাউড বয়েজের জন্য পরিচিত। যদিও কোম্পানিটি ঝুঁকির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

ম্যাশেবল জানিয়েছে, এপিকের অল্টারনেটিভ কারেন্সি মাস্টারবাকসের বৈধতার জেরে পেপাল এই সিদ্ধান্ত নিয়েছে। এপিক যথাযথ ধাপে বৈধভাবে সেবাটি দেয় না। এটি মূলত এপিকের নেটওয়ার্ক ও তাদের অংশীদারদের সেবার লেনদেনে মাস্টারবাকসকে ব্যবহার করে থাকে।

এরপরেও এপিক মুদ্রাকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরের মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়। প্রায় মাসখানেক আগে পেপাল এপিককে বিষয়টি জানায় এবং সমাধানের চেষ্টা করে। তবে উভয় কোম্পানি কোনো সমাধানে আসতে পারেনি। এমনকি এপিকের পক্ষ থেকে কড়া ভাষায় মন্তব্য করা হয়।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up