- Advertisement -
- Advertisement -
ফাঁস হয়েছে উইন্ডোজ এক্সপি’র সোর্সকোড

ফাঁস হয়েছে উইন্ডোজ এক্সপি’র সোর্সকোড

- Advertisement -

মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সার্ভার ২০০৩ -এর সোর্সকোড ফাঁস হয়েছে। এই সপ্তাহেই বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে উভয় অপারেটিং সিস্টেমের টরেন্ট ফাইল প্রকাশিত হয়েছে। অনলাইনে এই প্রথম অপারেটিং সিস্টেম দুটোর সোর্সকোড সবার জন্য ফাঁস হলেও এটি দাবি করছে তা বছরখানেক আগে থেকেই ব্যক্তিগত পর্যায়ে নাকি শেয়ার হয়ে আসছিল

এ ব্যাপারে মাইক্রোসফট জানায়, তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে। ভার্জ জানায়, এটি উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের জন্য বিশেষ কোনও হুমকির কারণ হবে না। যদিও মাইক্রোসফট ২০১৪ সালে এক্সপি’র সাপোর্ট বন্ধ করে দিয়েছিল। কিন্তু অনেকেরই অনুরোধের কারণে তারা ২০১৭ সালে এর একটি প্যাচ বের করে।

এক্সপি’র ক্ষেত্রে এই ঘটনা প্রথম হলেও অন্যান্য অপারেটিং সিস্টেমের ফাঁস হওয়ার ঘটনা ইতোপূর্বে হয়েছে। যেমন- কয়েক বছর আগে উইন্ডোজ ১০ সম্পর্কিত প্রায় এক গিগাবাইট সোর্সকোড ফাঁস হয়ে গিয়েছিল। আবার এবছর এক্সবক্স সম্পর্কিত কিছু সোর্সকোডও ফাঁস হয়ে যায়। এক্সবক্স এবং উইন্ডোজ এনটি ৩.৫ এর সোর্সকোড অনলাইনে পাওয়া যায় এবছর মে মাস থেকে।

তবে এক্সপি’র কোন সোর্সকোডগুলো ফাঁসা হয়েছে, তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ভার্জ।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up