- Advertisement -
- Advertisement -
ভারতে লঞ্চ হল POCO X3,  এই ফোনটি আছে 6000mAh ব‍্যাটারী, 64MP ক‍্যামেরা ও 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের

ভারতে লঞ্চ হল POCO X3, এই ফোনটি আছে 6000mAh ব‍্যাটারী, 64MP ক‍্যামেরা ও 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের

- Advertisement -

কিছু দিন আগেই পোকো ভারতে তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ করেছিল। POCI M2 নামে এই ফোনটি মাত্র 10,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই সস্তা স্মার্টফোনের পর এবার কোম্পানি ভারতে POCO X3 লঞ্চ করেছে। দুর্দান্ত ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এই ফোনটি 16,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 29 সেপ্টেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

ডিসপ্লে

POCO X3 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের তিন দিক সম্পূর্ন বেজল লেস এবং নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট রয়েছে। স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। POCO X3 এর স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে এবং এতে ডায়নামিক সুইচ টেকনিক যোগ করা হয়েছে।

প্রসেসিং

POCO X3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে মিইউআই 12 এর লেয়ারিং যোগ করা হয়েছে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে ফাস্ট 4জি চিপসেট হিসেবে পরিচিত স্ন‍্যাপড্রাগন 732জি দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ আছে। গেমিং ও চার্জিঙের সময় স্মুথ প্রসেসিঙের জন্য এই ফোনে লিকুইড কুলিং টেকনোলজি প্লাস দেওয়া হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য POCO X3 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.73 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Sony IMX682 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ব‍্যাটারী

ভারতে POCO X3 6,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটি আড়াই দিন ব‍্যবহার করা যায়। এই ফোনের ব‍্যাটারী 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত। সবচেয়ে বড় কথা কোম্পানি ফোনটির সঙ্গেই 33 ওয়াটের চার্জার দিচ্ছে।

ভেরিয়েন্ট

কোম্পানির পক্ষ থেকে POCO X3 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি যোগ করা হয়েছে। ফোনটি আগামী 29 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে Shadow Gray ও Cobalt Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

দাম

6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট = 16,999 টাকা
6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট = 18,499 টাকা
8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট = 19,999 টাকা

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up