- Advertisement -
- Advertisement -
Android 10 নতুন ফিচারগুলি দেখে নিন

Android 10 নতুন ফিচারগুলি দেখে নিন

- Advertisement -

গুগল এর নতুন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১০ আপডেট পেতে শুরু করল একাধিক স্মার্টফোন। গত কয়েক মাস ধরে বিটা টেস্টিং এর পরে অবশেষে স্টেবেল ভার্সানে লঞ্চ হয়েছে এই আপডেট। ইতিমধ্যেই সব গুগল পিক্সেল ফোনে এই আপডেট পৌঁছে গিয়েছে। পিক্সেল ফোন ছাড়াও রেডমি কে ২০ প্রো, ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে অ্যানড্রয়েড ১০ আপডেট পৌঁছাতে শুরু করেছে।

অন্যান্য বছরের মতোই এই বছরেও গুগল পিক্সেল ফোনে সবার আগে নতুন অ্যানড্রয়েড ভার্সান পৌঁছেছে। এর পরে রেডমি কে ২০ প্রো ফোনে পৌঁছেছে অ্যানড্রয়েড ১০। যদিও আপাতত শুধুমাত্র চিনের রেডমি কে ২০ প্রো গ্রাহকরা নতুন আপডেট ইনস্টল করতে পারবেন। ভারতের রেডমি কে ২০ প্রো ফোনে কবে অ্যানড্রয়েড আপডেট পৌঁছাবে জানা যায়নি। অন্যদিনে অক্সিজেন ওএস বিটা আপডেটের হাত ধরে ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে পৌঁছে গিয়েছে অ্যানড্রয়েড ১০। এক নজরে নতুন অ্যানড্রয়েড ভার্সানের নতুন ফিচারগুলি দেখে নিন।

1. লাইভ ক্যাপশান

নিজে রেকর্ড করে ভিডিওতে সাবটাইটেল যোগ করতে এই ফিচার কাজে লাগবে। ইন্টারনেট ছাড়াও অডিও রেকর্ডিং ও পডকাস্টে সাবটাইটেল যোগ করতে পারবে এই ফিচার।

2. স্মার্ট রিপ্লাই

অ্যানড্ড্রয়েড ১০ আপদেটে স্মার্ট রিপ্লাই ফিচার যোগ হয়েছে। যে কোন মেসেজ অথবা ইমেলের রিপ্লাই নিজে থেকেই দেখিয়ে দেবে এই ফিচার।

3. সাউন্ড অ্যাম্পলিফায়ার

ফোনের স্পিকারের সাউন্ডে উন্নতি ঘটাবে এই ফিচার। গুগ, জানিয়েছে ব্যাস্ত জায়গায় কল করার সময়েও কাজে লাগবে সাউন্ড অ্যাম্পলিফায়ার।

4. গেসচার নেভিগেশন

অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে প্রথম জেসচার নেভিগেশন যোগ হয়েছিল। অ্যানড্রয়েড ১০ ভার্সানে সেই নেভিগেশনে উন্নতি হয়েছে।

5. ডার্ক থিম

অপারেটিং সিস্টেমের মধ্যেই ডার্ক মোড তৈরী করেছে গুগল। এর ফলে ইউজার ইন্টারফেস ও সব গুগল অ্যাপে ডার্ক মোড কাজ করবে।

6. প্রাইভেসি সেটিংস

অ্যানড্রয়েড ১০ আপডেটে প্রাইভেসি সেটিংস এ উন্নতি হয়েছে। কোন অ্যাপ কত সময় কোন তথ্য ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করা যাবে নতুন অ্যানড্রয়েডে।

7. জলদি সিকিউরিটি আপডেট

ফোন রিবুট না করেই অয়ানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমেসিকিউরিটি প্যাচ ইনস্টল করা যাবে। গুগল প্লে থেকে সরাসরি এই আপডেট ডাউনলোড হবে।

8. ডিজিটাল ওয়েলবিং

ফোনের কোন অ্যাপ কত সময় ব্যবহার করেছেন তা বিস্তারে দেখা যাবে ডিলিটাল ওয়েলবিং ব্যবহার করে।

9. ফোকাস মোড

এই ফিচার ব্যবহার করে নির্দিষ সময়ের জন্য বিভিন্ন অ্যাপ বন্ধ করে রাখা যাবে।

 

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up