- Advertisement -
- Advertisement -
Bajaj Dominor 250 এর আবার দাম বাড়লো, জানুন নতুন দাম

Bajaj Dominor 250 এর আবার দাম বাড়লো, জানুন নতুন দাম

- Advertisement -

উৎসবের মরসুমের প্রাক্কালে Bajaj Dominor 250-এর দাম ১,৬২৫ টাকা বৃদ্ধি করলো। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেই সংস্থা বাইকটির দাম একধাক্কায় ৪,০৯০ টাকা বাড়িয়েছিল। এখন নতুন করে দাম বৃদ্ধির ফলে বাইকটির কিনতে গেলে ক্রেতাদের ১৬৫,৭১৫ টাকা (এক্স-শোরুম,দিল্লী) খরচ করতে হবে। বাইকটি বর্তমানে ভাইন ব্ল্যাক এবং ক্যানিয়ন রেড রঙের বিকল্পে বাজারে উপলব্ধ।

দাম বাড়লেও বাইকটির বাহ্যিক বা অভ্যন্তরীন কোনো পরিবর্তন হয়নি। বাজাজ ডোমিনোর ২৫০ বাইকটির বৈশিষ্ট্য Dominor 400-এর অনুরূপ। যেমন এটি Dominor 400 বাইকের মতো ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ সম্পূর্ণ এলইডি লাইটিং-এর সাথে এসেছে। এছাড়া বাইকটিতে আছে টুইন-পড এক্সহস্ট সিস্টেম এবং স্পোর্টি-লুকিং স্প্লিট স্টেপ-আপ সিট।

Dominor 250 এর ইঞ্জিনের প্রসঙ্গে আসলে, এর ২৪৮.৭ সিসির লিকুইড কুলড ইঞ্জিন সর্বোচ্চ ২৬.৬ বিএইচপি শক্তি এবং ৩৫ এনএম টর্ক উৎপাদনের ক্ষমতা রাখে। এটি ১০.৯২ সেকেন্ডেই বাইকের গতি ০-১০০ কিমি/ঘন্টা গতিবেগ এক্সেলারেট করতে সক্ষম।

বাইকটির সামনের চাকায় ৩২০ মিমি এবং পেছনের চাকায় ২৩০ মিমি ডিস্ক ব্রেক আছে। নিরাপত্তার জন্য বাইকটি স্টান্ডার্ড ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেমের সাথে এসেছে। এছাড়া বাইকটির সামনে ৩৭ এমএম ইউএসডি ফোর্কস এবং পিছনের অংশে প্রিলোড-অ্যাডজেস্টেবল মনোশোক সাসপেনশন আছে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up