- Advertisement -
- Advertisement -
Redmi K30 এর স্পেসিফিকেশন ও জেনে নিন এই ফোনের সব তথ্য

Redmi K30 এর স্পেসিফিকেশন ও জেনে নিন এই ফোনের সব তথ্য

- Advertisement -

শাওমির “রেডমি কে” সিরিজের আগামী স্মার্টফোন Redmi K30 অফিসিয়ালি আগামী 10 ডিসেম্বর লঞ্চ করা হবে। এই কথা কয়েক দিন আগে ব্র‍্যান্ডের জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে জানিয়েছেন। আশা করা হচ্ছে Redmi K20 এর মতোই এই সিরিজেও Redmi K30 এবং Redmi K30 Pro এই দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার Redmi K30 এর সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশনসহ ফোনটির লাইভ ফোটো লিক হয়ে গেছে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি Redmi K30 (4G), Redmi K30 5G এবং Redmi K30 Pro 5G পেশ করতে পারে। তবে শোনা যাচ্ছে কোম্পানি 10 ডিসেম্বর Redmi K30 Pro লঞ্চ করবে না। এবার ভারতের টিপস্টার Redmi K30 (4G) এর স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছেন।

ভারতীয় টিপস্টার Sudhanshu Ambhore টুইট করে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছেন। লিক অনুযায়ী Redmi K30 তে ডুয়েল পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এই ফোনটির ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে। এছাড়া এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। লিক অনুযায়ী এই সেট‌আপে 60 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি শুটার, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া Redmi K30 এর ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে যা ToF সেন্সরযুক্ত হবে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi K30 তে 27 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। এই ফোনটিতেও মিইউআই 11 যুক্ত অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম প্রিলোডেড থাকবে বলে জানা গেছে। এছাড়া লিক থেকে আরও জানা গেছে যে এই ফোনে 64 জিবি প্রাথমিক ইন্টারনাল স্টোরেজ, 3.5 এম‌এম অডিও জ‍্যাক, আইআর ব্লাস্টার এবং এন‌এফসি থাকবে।

এছাড়া Xiaomishka নামের অন‍্য আরেক টিপস্টার Redmi K30 এর লাইভ ফৈটো শেয়ার করেছেন, যেখানে ডানদিকে Honor V30 এবং বাঁদিকে Redmi K30 দেখানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির আনুমানিক দাম সম্পর্কে।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী চীনে Redmi K30 ফোনটি 2,000 ইউয়ান (প্রায় 20,000 টাকা) দামে লঞ্চ করা হবে। অন‍্যদিকে Redmi K30 এর 5G এডিশনের দাম 2,500 ইউয়ান (প্রায় 25,000 টাকা) দামে লঞ্চ করা হতে পারে। যেহেতু এটি নিছকই একটি লিক তাই ফোনটির সঠিক দাম জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up