সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছিলেন অ্যাপলের আইক্লাউড, অ্যাপ স্টোর, মিউজিক ও টিভি প্লাসের গ্রাহকরা। এর ফলে কেউ কেউ সেবাগুলোতে ধীরগতি পেয়েছেন, আবার অনেকেই সেবাগুলো ব্যবহার করতে পারেননি। অবশেষে অ্যাপল বিষয়টির সমাধান করেছে। খবর এনগ্যাজেট।
কোম্পানির স্ট্যাটাস পেজের তথ্যমতে, ইটি সময় রাত ৮টার পর থেকে এই সার্ভার সমস্যা দেখা দেয়। এর ফলে মিউজিক, ভিডিও, ছবি, অ্যাপসহ বিভিন্ন সেবা সংযুক্ত ডিভাইসে সংযোগ সমস্যার মুখোমুখি হন গ্রাহকরা।
প্রায় তিন ঘন্টা পর সেবাগুলো পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। এখন সাবলিলভাবেই সেবাগুলো ব্যবহার করা যাচ্ছে।
মাত্র একদিন আগেই মাইক্রোসফটের আউটলুক ও অফিস৩৬৫ সেবায় অথেনটিকেশন সমস্যা দেখা দেয়। কয়েকদিন আগে কয়েক ঘন্টার জন্য গুগলের জি স্যুট ব্যবহারকারীরাও একই ধরণের সমস্যায় পড়েছিলেন।