এক মাসের মধ্যে আইওএসের টপ চার্টে পৌঁছেছে বাংলাদেশী ডেভেলপার প্রিতিষ্ঠান আলফা পটেটোর দুইটি গেম। প্রকাশের মাত্র এক সপ্তাহে শীর্ষ দশের ৪ নম্বরে অবস্থান করছে এই কোম্পানির ‘প্রাঙ্ক মাস্টার থ্রিডি’।
আর র্যাংকিংয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘হিরোজ অব ৭১’ খ্যাত মাশা মুস্তাকিমের প্রতিষ্ঠানের তৈরি রিয়েল লাইফ সিম্যুলেশন গেম ‘পন শপ মাস্টার।
ইউনিটি গেম ইঞ্জিনে তৈরি দুইটি গেমই অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য তৈরি করেছে আলফা পটেটোর ২১ জনের গেমিং দল। গেম দুটি প্রকাশ করেছে লায়ন স্টুডিওস।
প্রকাশের এক সপ্তাহের মধ্যেই প্র্যাঙ্ক মাস্টার থ্রিডি আইওএসে ৬০ লাখ ৫০ হাজার বার এবং অ্যান্ড্রয়েডে ২০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে।
অপরদিকে ‘পন শপ মাস্টার’ আইওএসে ২০ লাখ এবং অ্যান্ড্রয়েডে আরো ১০ লাখের মতো ডাউনলোড হয়েছে।
গেম দুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলফা পটেটোর গেম ডিজাইনার মুন্সী সাঈদ হাসনাত জানান, সমসাময়িক ট্রেন্ডকে বিবেচনায় নিয়েই তারা গেম দুটি ডেভেলপ করেছেন। এরপর এটি লায়ন স্টুডিওসের সঙ্গে রেভিনিউ শেয়ার মডেলে প্রকাশ করেছেন। এক সপ্তাহের মধ্যেই এমন অভাবনীয় সাড়া পেয়ে তারা আরো নতুন গেম তৈরিতে অনুপ্রাণিত হচ্ছেন।