- Advertisement -
- Advertisement -
আলিবাবার স্টার্টআপ জেপেং দেখালো বৈদ্যুতিক উড়ন্ত যান

আলিবাবার স্টার্টআপ জেপেং দেখালো বৈদ্যুতিক উড়ন্ত যান

- Advertisement -

অভিনব নকশার বৈদ্যুতিক উড়ন্ত যান দেখালো আলিবাবার স্টার্টআপ প্রতিষ্ঠান জেপেং। শনিবার বেইজিং অটো শো-তে আটটি প্রপেলার এবং একটি ক্যাপসুলের মত ফ্রেম জুড়ে তৈরি ড্রোন সদৃশ এই গাড়িটি প্রদর্শন করে। এটি স্বচালিত একটি মানববাহী ড্রোন বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই অটোশোতে বেশ কিছু বৈদ্যুতিক উড়ন্ত যান নিয়ে হাজির হয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো।

জেপেং-এর মতে, উড়ন্ত গাড়িটি দুইজন যাত্রী পর্যন্ত বহন রাখতে পারে এবং ৫ মিটার থেকে ২৫ মিটার (১৬.৪ ফুট থেকে ৮২ ফুট) কম উচ্চতার ওড়ার জন্য এর নকশা করা হয়েছে। প্রকল্পটি এখনো ধারণা পর্যায়ে আছে।

জেপেং প্রধান নির্বাহী কর্মকর্তা হে জিয়াও পেং-এর মালিকানাধীন প্রযুক্তি ইউনিট জেপেং হাইটেক এই প্রোটোটাইপটি তৈরি করেছে।

কোম্পানিটি বলেছে, তারা যে কোন উল্লেখযোগ্য বিনিয়োগ নিয়ে এগিয়ে যাওয়ার আগে এর সম্ভাবনার মূল্যায়ন করবে।

জেপেং এর ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ব্রায়ান গু বলেছেন “আমরা মনে করি ভবিষ্যতে শুধুমাত্র বৈদ্যুতিক যানবাহনেই স্মার্ট মোবিলিটি ও স্বচালিত সুবিধা থাকবে না, বরং অন্যান্য প্রযুক্তি ও ডিভাইস এর বহুমাত্রিক ইকোসিস্টেম তৈরি করতে পারে, যা খুব ইন্টারেস্টিং হবে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up