শিগগিরই ফেসবুকের নিউজ ফিড এবং ওয়েবে সার্চ ইঞ্জিন রেজাল্টে দেখা যাবে ফেসবুকের পাবলিক গ্রুপের কনটেন্ট দেখা যাবে। বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।
এক ব্লগ পোস্টে ফেসুকের অ্যাপ প্রধান ফিডজি সিমো বলেন, ফেসবুক গ্রুপ হলো একটি কমিউনিটি যেখানে পছন্দ-অপছন্দ শেয়ার হয়। যেকোনো ব্যবহারকারী পাবলিক গ্রুপের পোস্ট দেখতে পারেন। ফেসবুক এখন লিংক ও পোস্টে পাবলিক গ্রুপের ঐ সম্পর্কিত আলোচনা নিউজ ফিডে প্রদর্শন করবে।
তিনি আরও জানান, অ্যাপের বাইরে যেমন ওয়েব সার্চে পাওয়া যাবে পাবলিক গ্রুপের আলোচনা। ঠিক কবে এটি চালু হবে সেটি সম্পর্কে কিছু না বললেও সামনের সপ্তাহেই সীমিত পরিসরে এটির পরীক্ষা চালানো হবে।