গত কয়েক বছর ধরে মাইক্রোসফটের বেশ কিছু বড় ধরণের তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে বিং অ্যাপ সার্ভারে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের বিভিন্ন তথ্য। সম্প্রতি ফাঁস হয় কয়েক টেরাবাইটের জিপিএস ডেটা এবং ইউজার সার্চ হিস্টোরি।
তবে সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া তথ্যগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাকি ঘটেছে সর্বশেষ। প্রায় ৪৩ গিগাবাইটের মাইক্রোসফট সোর্স কোড ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৩ অপারেটিং সিস্টেম এবং পুরাতন ওএসের অ্যারে।
পাবলিকলি ফাঁস হওয়া এসব সোর্স কোর্ড ব্যবহার করে হ্যাকাররা হ্যাকিং কার্যক্রম চালাতে পারে, তবে নানা কারণে বাস্তবিকভাবে সেটির ক্ষতি কমই হতে পারে।
- Advertisement -