আইফোন কেনার শখ আমাদের প্রায় সবার কম বেশি আছে। তাই আপনি যদি নতুন আইফোন কেনার কথা ভাবছেন এবং খোঁজ করছেন কোথায় কমে পাবেন, তবে এই পোস্ট আপনার কাজে আসবেই। কারণ আজ আমরা এমন কয়েকটি দেশের নাম বলবো যেখানে Apple iPhone XS এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতের থেকে অনেক কমে পাওয়া যায়। তাই আপনার যদি বিদেশে যাওয়ার কোনো ভাবনা থাকে তবে এই দেশগুলো থেকে ঘুরে আসুন আর আইফোন কিনে আনুন। ভারতে আইফোনের এই ভ্যারিয়েন্টের দাম 1,14,900 টাকা। আসুন দেখে নেই কোন দেশে কত দামে আইফোন এক্স এস পাওয়া যাচ্ছে।
আমেরিকা : যদি সবচেয়ে কম দামে আইফোন এক্স এ কেনার কথা ভাবেন তবে অবশ্যই আপনাকে আমেরিকায় যেতে হবে। কারণ আমেরিকায় এই আইফোন এক্স এস এর এই ভ্যারিয়েন্টের দাম 86,300 টাকা (1251 ডলার)।
জাপান : আমেরিকার পর কম দামে iPhone XS কিনতে পারবেন জাপান থেকে। এখানে ফোনটির 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 1257 ডলার 86,700 টাকায় পাবেন।
হংকং : এই দেশেও আপনি প্রায় 87,100 ( 1262 ডলার) টাকায় ফোনটি কিনতে পারবেন।
অস্ট্রেলিয়া : এখানে ফোনটি পাবেন 1317 ডলার অর্থাৎ প্রায় 90,900 টাকা।
ইউনাইটেড আরব এমিরেটস : ভারতের পাশের এই রাষ্ট্রে কিন্তু যথেষ্ট কম মূল্যেই আইফোনের এক্স এস এর ভ্যারিয়েন্টটি পাওয়া যায়। এখানে দাম 91,300 টাকা ( 1323 ডলার ) ।
কানাডা : ইউনাইটেড আরব এমিরেটসের কাছাকাছি দামেই কানাডাতেও ফোনটি পেয়ে যাবেন। এখানে দাম 1331 ডলার ( প্রায় 91,800 টাকা) ।
সৌদি আরব : সৌদি আরবের আইফোন এক্স এস এর দাম 1333 ডলার, যা প্রায় 92,000 টাকা।
সুইজারল্যান্ড : এখানে দাম 93,800 টাকা ( 1359 ডলার) ।
দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়াতেও কম মূল্যে আইফোন পাওয়া যায়। এখানে ফোনটির 256 জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় 93,900 টাকা (1361 ডলার) ।
বাংলাদেশ : উপরের দেশগুলো ছাড়াও আরো অনেক দেশ আছে যেখানে ভারতের থেকে অনেক কমে আইফোন এক্স এস পাওয়া যায়। তবে আমাদের পাশের দেশ, বাংলাদেশ ও কিন্তু এই মামলায় হারিয়ে দিয়েছে। এখানে Apple iPhone XS এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 1,06,500 টাকায় বিক্রি হচ্ছে।