- Advertisement -
- Advertisement -
কম দামে ভালো মোবাইল দিচ্ছে Realme

কম দামে ভালো মোবাইল দিচ্ছে Realme

- Advertisement -

রিয়েলমি ৩ প্রো এর সাথে উন্মোচিত হয়েছে কম বাজেটের ফোন Realme C2। ফোনটিতে থাকছে হেলিও পি২২ চিপ, ডুয়েল ক্যামেরা, বড় ব্যাটারি।

Realme C2 এর পুরো স্পেসিফিকেশনঃ

ডিসপ্লেঃ

ফোনটিতে ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডির রেশিও ৮০.৩%। এতে ডিউড্রপ নচ ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে।

চিপসেটঃ

এতে ২.০ গিগাহার্জ অক্টাকোর হেলিং পি২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ পাওয়ারভিআর জিই৮৩২০।

র‍্যাম ও স্টোরেজঃ

  • ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ

যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর জন্য রয়েছে আলাদা মেমরি কার্ড স্লট।

ক্যামেরাঃ

ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা। মূল ক্যামেরাটি ১৩ (অ্যাপার্চার এফ/২.২) মেগাপিক্সেলের আর অন্যটি ২ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।

সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

ব্যাটারি ও ওএসঃ

লো বাজেটের স্মার্টফোন হলেও ফোনটিতে রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফাস্ট চার্জিং নেই।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই এবং কালারওএস ৬ ব্যবহার করা হয়েছে।

অন্যান্যঃ

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। এতে হেডফোন জ্যাক এবং রেডিও রয়েছে।

রঙ ও দামঃ

এটি ডায়মন্ড ব্ল্যাক এবং ডায়মন্ড ব্লু রঙে বাজারে পাওয়া যাবে।

Realme C2 এর মূল্য ধরা হয়েছেঃ

  • ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৫,৯৯৯ রুপি (৭,২৭০ টাকা)
  • ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৭,৯৯৯ রুপি (৯,৭০০ টাকা)

Realme C2 দেশের বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up