- Advertisement -
- Advertisement -
গুগল, অ্যামাজন বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধভুক্ত হয়েছে

গুগল, অ্যামাজন বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধভুক্ত হয়েছে

- Advertisement -

বিশ্বের বৃহত্তম দুই প্রযুক্তি জায়ান্ট গুগল এবং অ্যামাজন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তাদের ব্যবসায়িক পরিচয় নম্বর (বিআইএন) পেয়েছে ।

প্রথমবারের মতো দুটি দেশের বাইরে থেকে পরিচালিত সংস্থা দেশে বিআইএন-এর জন্য নিবন্ধভুক্ত হয়েছে এবং তারা এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত রাজস্বতে 15% ভ্যাট দেবে এবং প্রতি বছর শেষে মোট টার্নওভারে রিটার্ন জমা দেবে।

এই পদক্ষেপের ফলে এই জাতীয় সংস্থাগুলি বাংলাদেশে তাদের অফিস খোলার প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে এবং ফেসবুকের মতো কর্পোরেশনদেরও এখানে নিবন্ধকরণের উপায় পরিষ্কার করবে।

এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “সোমবার এবং বৃহস্পতিবার অ্যামাজনকে গুগলকে একটি বিআইএন নম্বর দেওয়া হয়েছে। যা যথাক্রমে গুগল এশিয়া-প্যাসিফিক পেটি লিমিটেড এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনক নামে নিবন্ধন করেছে।

গত বছর এনবিআরের চাপের পরে ফেসবুক বাংলাদেশে ব্যবসা করার জন্য একটি এজেন্ট নিয়োগ করেছিল। সংস্থার এজেন্ট এইচটিপুল বোর্ডকে ভ্যাট দিচ্ছে, কিন্তু ফেসবুকের এখনও বাংলাদেশে বিআইএন নেই।


তথ্যসূত্র: Tech Zoom TV

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up