HIGHLIGHTS
মোবাইল ফোন চার্জ করার সময় ফোনের কভারটি সরিয়ে ফেলুন
Mobile ফোনের আসল চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করবেন
ফোনের ব্যাটারি কমপক্ষে 20 শতাংশ হলে চার্জ করা উচিত
SmartPhone এমন একটি ডিভাইস যা করোনার যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। বাড়ি থেকে কাজ করা থেকে নিয়ে বিনোদনের জন্য় পর্যন্ত লোকেরা এই ডিভাইসটি ব্য়বহার করেছে। এই কারণেই স্মার্টফোনের ব্যাটারিতে সর্বাধিক চাপ পড়েছে এবং এর কারনেই ফোনের ব্য়াটারি লাইফ কম হয়ে যাচ্ছে। আপনার স্মার্টফোনের ব্যাটারি কম চলছে? ফোন বার বার চার্জ দিতে হয়ে? তবে আপনার এই সমস্য়ার সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি আজ।
তাই আজ আমরা আপনাকে এখানে এমন কয়েকটি চার্জিং টিপস দিতে যাচ্ছি যার সাহায্যে আপনি নিজের ডিভাইসের ব্যাটারির আয়ু বাড়িয়ে তুলতে সক্ষম হবেন। আসুন জেনে নিই …
- Advertisement -