দূর্গাপূজা থেকে কালীপূজার এই উৎসবের মরশুমকে আরও আনন্দময় করে তুলতে শপিং সাইট আমাজন ও ফ্লিপকার্ট তাদের সেলের আয়োজন করেছে। এবার স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের ফোনে ডিসকাউন্ট ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘ওয়াই’ সিরিজের Vivo Y91i ফোনটির দাম কমিয়েছে। এই ডিভাইসটির 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 500 টাকা কমানোহয়েছে।
নতুন দাম
এতদিন Vivo Y91i ফোনটির 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,990 টাকা দামে সেল করা হত। এবার 500 টাকা প্রাইস কাটের পর ফোনটি 8,490 টাকা দামে সেল করা হচ্ছে। আমরা রিটেইল স্টোর মারফত এই তথ্য জানতে পেরেছি। তবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত ফোনটি 8,990 টাকা দামেই বেচা হচ্ছে।
এই ভেরিয়েন্টটি ছাড়া Vivo Y91i এর আরও দুটি র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট আছে। এর মধ্যে ফোনটির 2 জিবি র্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,490 টাকা এবং 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 7,990 টাকা। আপাতত এই দুটি ভেরিয়েন্টের প্রাইস কাট সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Jio এবং Airtel কে পেছনে ফেলে এগিয়ে Vi, জেনে নিন পুরো ঘটনা
Vivo Y91i
কোম্পানির পক্ষ থেকে Vivo Y91i তে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 (এমটি6762আর) এসওসিতে রান করে। কোম্পানি তাদের Vivo Y91i ফোনটি 2 জিবি র্যামের সঙ্গে 16 জিবি এবং 32 জিবি ইন্টারনাল মেমরিসহ পেশ করেছে।
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য Vivo Y91i তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এটি একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে Vivo Y91i তে পাওয়ার ব্যাকআপের জন্য 4,030 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।