- Advertisement -
- Advertisement -
দেখুন নতুন প্রতারণার ফাঁদ এখন হোয়াটসঅ্যাপে

দেখুন নতুন প্রতারণার ফাঁদ এখন হোয়াটসঅ্যাপে

- Advertisement -

জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ধরনের প্রতারণা ফাঁদ। লোভনীয় অডিও ফাইল পাঠিয়ে মানুষকে বোকা বানাচ্ছে প্রতারকরা। লটারির নাম করে চলছে প্রতারণা। অচেনা নম্বর থেকে ভয়েস মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ কল করে যদি বলা হয় আপনি কোন লটারি জিতেছেন তবে সেই মেসেজ অথবা কল উপেক্ষা করুন।

নতুন এই স্ক্যামে একটি অডিও মেসেজে জানানো হবে যে আপনি ২৫ লক্ষ টাকার লটারি জিতেছেন। হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই পুরস্কার দেওয়া হবে হলে দাবি করবে প্রতারকরা। উল্লেখযোগ্য ভাবে এই কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে বলা হবে। অডিও ফাইলের সঙ্গেই থাকবে একটি ছবি।

ফোন করার পরেই ফোনের ওপারে প্রতারক আপনাকে ২৫ লক্ষ টাকার লটারির ট্যাক্সের পরিমাণ একটি অ্যাকাউন্টে ডিপোজিট করতে বলবেন। অবশ্যই এই টাকা আপনি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্রতারকদের জালে টাকা হারাবেন। এছাড়াও স্ক্যামাররা আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে বলতে পারেন। আসলে এই অ্যাপ ব্যবহার করে আপনার কম্পিউটার অথবা মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে স্ক্যামাররা।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up