- Advertisement -
- Advertisement -
দেখে নিন স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে

দেখে নিন স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে

- Advertisement -

স্যামসাং ফ্যানদের লক্ষ্য করে নিয়ে এসেছে সাশ্রয়ী দামের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন। ফোনটি ৪জি এবং ৫জি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা এবং ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন স্পেসিফিকেশনঃ

ডিসপ্লেঃ

ফোনটিতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল ও রেশিও ২০ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.৮%। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্জ। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্জ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩।

চিপসেটঃ

স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন ৪জি তে ২.৭৩ গিগাহার্জ অক্টাকোর এক্সিনোস ৯৯০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে মালি-জি৭৭ এমপি১১ জিপিইউ।

স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন ৫জি ভেরিয়েন্টে ২.৮৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর রয়েছে। এর সাথে অ্যাড্রিনো ৬৫০ জিপিইউ রয়েছে।

র‍্যাম ও স্টোরেজঃ

  • ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ

এতে ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে।

ক্যামেরাঃ

ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১২ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ (এফ/২.০) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। এর টেলিফটো লেন্স দিয়ে সর্বোচ্চ ৩এক্স অপটিক্যাল জুম করা যাবে। ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ৪কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।

সেলফি তোলার জন্য রয়েছে ৩২ (এফ/২.০) মেগাপিক্সেলের পাঞ্চহোল সেলফি ক্যামেরা। এটি দিয়েও ৪কে রেজুলেশনে ভিডিও করা যাবে।

ব্যাটারি ও ওএসঃ

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে।

এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ ও ওয়ান ইউআই ২.৫ ব্যবহার করা হয়েছে।

অন্যান্যঃ

ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি আইপি৬৮ সার্টিফাইড।

রঙ ও দামঃ

ফোনটি ক্লাউড ল্যাভেন্ডার, ক্লাউড মিন্ট, ক্লাউড নেভি, ক্লাউড হোয়াইট, ক্লাউড রেড এবং ক্লাউড অরেঞ্জ রঙে বাজারে পাওয়া যাবে।

Samsung Galaxy S20 Fan Edition Price in Bangladesh

  • ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- (-)
  • ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- (-)
  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- (-)

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up