- Advertisement -
- Advertisement -
দেখে নিন 10000 টাকারও কম দামের Samsung এর টপ 5 স্মার্টফোন

দেখে নিন 10000 টাকারও কম দামের Samsung এর টপ 5 স্মার্টফোন

- Advertisement -

বর্তমানে ভারতে স‍্যামসাং অত‍্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোম্পানি মার্কেটে একের পর এক স্মার্টফোন পেশ করেই চলেছে এবং ভারতীয় ইউজারদের মধ্যে সেগুলি যথেষ্ট ভাবে জনপ্রিয়তাও লাভ করেছে। একদিকে ভারতীয় ইউজাররা যেমন চাইনিজ ব্র‍্যান্ডগুলিকে ত‍্যাগ করে স‍্যামসাংকে আপন করে নিচ্ছে তেমনই আবার কোম্পানিও ইন্ডিয়ান মার্কেটের জন্য বিশেষভাবে ইন্ডিয়া সেন্ট্রিক ফোন লঞ্চ করছে। স‍্যামসাং বর্তমানে এন্ট্রি লেভেল স্মার্টফোন থেকে শুরু করে হাইএন্ড ফ্ল‍্যাগশিপ পর্যন্ত সব ধরনের ফোন‌ই পেশ করেছে। যেসব ইউজার বিশেষ করে সস্তা স্মার্টফোনের খোঁজ করেন তাদের জন্য কোম্পানি অনেকগুলি অপশন রেখেছে। আজ আমরা পাঁচটি এমন স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যার দাম 10,000 টাকারও কম।

Samsung Galaxy M01

কোম্পানি তাদের Samsung Galaxy M01 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 5.7 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 10 যুক্ত এই ফোনটি ওয়ান ইউআইতে কাজ করে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এই ফোনে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 7,999 টাকা। ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্টেড এই ফোনে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দেখে নিন 10000 টাকারও কম দামের Samsung এর টপ 5 স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M01 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M01 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কোম্পানি এই ফোনে ডলবী অ্যাটমস টেকনিকযোগ করেছে। এছাড়া এই ফোনে স‍্যামসাং হেল্থ অ্যাপ প্রি ইনস্টলড পাওয়া যায়।

Samsung Galaxy M01s

Samsung Galaxy M01s ফোনটিতে 6.3 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 8,499 টাকা দামে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে।

দেখে নিন 10000 টাকারও কম দামের Samsung এর টপ 5 স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M01s এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Samsung Galaxy M01s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

Samsung Galaxy A10s 

এই ফোনে 6.2 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A10s এ 2.0 গিগাহার্টস অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে 8,980 টাকা দামে সেল করা হয়।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A10s এ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4জি এলটিই, ডুয়েল সিম স্লট, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ব্লু, গ্ৰীন ও কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Samsung Galaxy M01 Core ফোনটি একটি লো এন্ড মোবাইল যা পুরোনো ডিজাইনে পেশ করা হয়েছে। এতে কোনো নচ নেই বরং স্ক্রিনের চারদিকে বেজল রয়েছে। কোম্পানি এই ফোনে 5.3 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লে দিয়েছে। Samsung Galaxy M01 Core অ্যান্ড্রয়েড গো যুক্ত স্মার্টফোন যা ওয়ান ইউআইয়ের সঙ্গে কোয়াড কোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক 6739 চিপসেটে রান করে।

দেখে নিন 10000 টাকারও কম দামের Samsung এর টপ 5 স্মার্টফোন

Samsung Galaxy M01 Core এর ব‍্যাক প‍্যানেলে ফোটোগ্ৰাফির জন্য ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। ফোনটির 1 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 4,999 টাকা এবং 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 5,999 টাকা দামে সেল করা হয়।

Samsung Galaxy M11

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy M11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ও ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি ওয়ান‌ইউআই 2.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 4450 চিপসেট দেওয়া হয়েছে। Samsung Galaxy M11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

দেখে নিন 10000 টাকারও কম দামের Samsung এর টপ 5 স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যায়।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up