অরেঞ্জ ও প্রক্সিমাস বেলজিয়ামে তাদের ফাইভজি নেটওয়ার্ক তৈরিতে নকিয়াকে বেছে নিয়েছে। টেলিকম যন্ত্রাংশ ক্রয়ে চীনের প্রতিষ্ঠানকে বাদ দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপকে আমলে নিয়ে হুয়াওয়েকে বাদ দিয়েছে কোম্পানি দুটি। খবর রয়টার্স।
ওয়াশিংশট থেকে ইউরোপে চাপ সৃষ্টির কয়েক মাসের মধ্যেই এই ঘটনাটি ঘটলো। ট্রাম্প প্রশাসন পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়েকে বাদ দেয়ার জন্য ইউরোপীয় কমিশনসহ বন্ধু দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে। হুয়াওয়ে তাদের যন্ত্রাংশের মাধ্যমে চীনা সরকারের গোয়েন্দাগিরি করছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো অ্যালায়েন্স ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ও পার্লামেন্ট হোম। এরফলে যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সির জন্য স্থানটি যুক্তরাষ্ট্রের জন্য স্পর্ষকাতর।
বেলজিয়াম তাদের রেডিও নেটওয়ার্কের জন্য চীনা ভেন্ডরের উপর শতভাগ নির্ভরশীল। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মীরা এই নেটওয়ার্কের মাধ্যমে তাদের মোবাইল কল করে থাকে। তাই বিষয়টি বেশ উদ্বেগের বলে মনে করেন ডেনমার্কের টেলিকম পরামর্শক জন স্ট্রান্ড।