- Advertisement -
- Advertisement -
নতুন পণ্য দেখাবে ‍গুগল ১৫ অক্টোবর

নতুন পণ্য দেখাবে ‍গুগল ১৫ অক্টোবর

- Advertisement -

আসছে পিক্সেল ৪ স্মার্টফোন, পিক্সেলবুক ২ ও গুগল হোম স্পিকার আগামী ১৫ অক্টোবর অবমুক্ত হতে যাচ্ছে পিক্সেল ৪ স্মার্টফোন, পিক্সেলবুক ২ ও গুগল হোম স্পিকার। এ উপলক্ষ্যে নিউ ইয়র্ক সিটিতে ‘হার্ডওয়্যার ইভেন্ট’র আয়োজন করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই সংবাদমাধ্যমগুলোকে আমন্ত্রণ জানানো হলেও এই ইভেন্টে কী কী উন্মোচন করা হবে তা খোলাসা করা হয়নি। শুধু বলা হয়েছে- আসুন, “গুগল’র থৈরি কয়েকটি নতুন পণ্য দেখুন।”

প্রযুক্তি সংবাদ মাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এই অনুষ্ঠানে নতুন পিক্সেল ৪,পিক্সেল ৪ এক্সএল, পিক্সেলবুক ২, নতুন গুগল হোম স্পিকারসহ অন্যান্য ডিভাইস উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

অবশ্য গত জুন মাসেই পিক্সেল ৪ স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছিলো এই প্রযুক্তি কোম্পানি। গ্রাহক যেহেতু জানেই পিক্সেল ৪ আসছে তাই এবার আগেই ভিডিওতে ডিভাইসটির এক ঝলক দেখানো হয়েছে। ভিডিওতে গুগল নিশ্চিত করেছে নতুন ডিভাইসটিতে রাখা হবে অ্যাপলের ফেইস আইডি’র প্রতিদ্বন্দ্বী কোনো ব্যবস্থা। এ ছাড়াও এতে থাকবে জেসচার কমাণ্ড, যা প্রতিষ্ঠানের প্রজেক্ট সলি প্রযুক্তিকে কাজে লাগাবে। অর্থাৎ স্পর্শ নয়; হাতের ইশারাতেই চলবে এটি।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up