অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ ‘টিম-এক্সিকিউটার’ এর বিপক্ষে আরো একবার বিজয় লাভ করলো নিন্টেন্ডো।
বিনামূল্যে গেম ইনস্টল এবং খেলার জন্য দরকারি হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিক্রির মামলায় এই গ্রুপটির বিপক্ষতে ২০ লাখ মার্কিন ডলার জিতেছে গেমিং প্রতিষ্ঠানটি।
সুইচ গেমিং কনসোলে পাইরেটেড গেম খেলার জন্য প্রয়োজনীয় টুল বিক্রির দায়ে এই জরিমানা গুনতে হয়েছে গেম বিক্রির প্লাটফর্ম উবারচিপস ডটকমকে।
মামলার রায় অনুযায়ী, স্টক হস্তান্তরের পাশাপাশি ওয়েবসাইটের ডোমেইন নাম নিনটেন্ডোর কাছে হস্তান্তর করতে হয়েছে উবারচিপসের মালিক টম ডিলটস জুনিয়রকে।
ওহিও’র নর্দান ডিস্ট্রিক কোর্টে এই জরিমানার অর্থ পরিশোধ করেছেন তিনি।
মামলার তথ্য অনুযায়ী, এসএক্স ওএস নামের একটি অননুমোদিত অপারেটিং সিস্টেম তৈরি করে টিম-এক্সিকিউটার। আর এই অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য টুলও সরবরাহ করছিলো দলটি। নিন্টেন্ডো সুইচ এবং সুইচ লাইট কনসোলের সঙ্গে কাজ করে টুলগুলো। এই টুলগুলো ব্যবহার করেই উবারচিপসে নিন্টেন্ডোর গেমগুলো বিক্রি হতো।
টিম-এক্সিকিউটারের পণ্য বিক্রি করছে এমন আরও আটটি সাইটের বিরুদ্ধেও মামলা করেছে নিন্টেন্ডো।