প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে এমএফএস অপারেটর শিওরক্যাশ এর পরিবর্তে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র মাধ্যমে করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, এর ফলে ফলে উপবৃত্তি বিতরণে সরকারি খরচ এক-তৃতীয়াংশে নেমে আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
তিনি জানিয়েছেন, এতোদিন ক্যাশ-আউট চার্জ এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য শিওরক্যাশ সরকারের কাছ থেকে হাজারে সব মিলিয়ে সাড়ে ২১ টাকা পেত। তবে ‘নগদ’ হাজারে মাত্র সাড়ে ৭ টাকায় পুরো সেবা দেবে।
দু-এক দিনের মধ্যেই ‘নগদ’র সঙ্গে এ বিষয়ে চুক্তি করা হবে বলেও জানিয়েছেন তিনি। নতুন এই চুক্তির আওতায় গত এপ্রিল-মে এবং জুন এই তিন মাসের উপবৃত্তিও ‘নগদ’ বিতরণ করবে।