- Advertisement -
- Advertisement -
ফেসবুককে টেক্কা দিতে এলো ‘হার্টসবুক’

ফেসবুককে টেক্কা দিতে এলো ‘হার্টসবুক’

- Advertisement -

বিশ্বের যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক। সেই ফেসবুকের মতো দেখতে নতুন এক দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ (heartsbook.com) বা এইচবি যাত্রা শুরু করেছে।

গত রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে কেক কেটে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ এর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনকালে হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল বলেন, বিশ্বে যোগাযোগমাধ্যম হিসেবে ‘হার্টসবুক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করা যাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চীন, জাপান, মালয়েশিয়া ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ আমেরিকাসহ সারা বিশ্বে খুব দ্রুতই ‘হার্টসবুক’ ইউজার বৃদ্ধি পাবে।

ফেসবুকের মতোই ‘হার্টসবুক’ এ রয়েছে ফিচারের সম্ভার। লাইক, কমেন্ট, শেয়ারিং অপশন ছাড়াও রয়েছে ১০ হাজার বন্ধু সংযুক্ত করার সুযোগ। এছাড়াও বাড়তি হিসেবে থাকছে টিভি দেখার অপশন। এর পাশাপাশি আরও ম্যাসেঞ্জার, ফটো, অডিও-ভিডিও পোস্ট, প্রচুর সংখ্যক স্টিকার ও কয়েন সেন্ড করার সুযোগ রয়েছে। যেকোনো স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে ‘হার্টসবুক’ ডাউনলোড করা যাবে।

দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর শামিমা সরকারসহ যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, চীন, তুরস্ক, উজবেকিস্তান, রাশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, সোমালিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, হংকং, ইউক্রেন, নাইজেরিয়া ও ফিলিপাইনের হার্টসবুকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up