নারীর প্রতি ক্রমবর্ধমান নির্যাতন, শ্লীলতাহানী, বর্বরতার প্রতিবাদে ও বিচারের দাবিতে দেশজুড়ে চলছে নানা প্রতিবাদ। এই প্রতিবাদের প্লাটফর্ম হিসেবে এবার বেছে নেয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই ফেসবুকের প্রোফাইল ছবি বর্গাকৃত ‘কালো চিহ্ন’ দিয়ে চলছে প্রতিবাদ।
সকাল ৮টা থেকে রাতটা পর্যন্ত এ আন্দোলনের ডাক দিলেও সোমবার থেকে চলছে প্রতীকী এ চিহ্ন ধারণ করে প্রতিবাদ।
‘অন্ধকারে ডুবে নারী নির্যাতনের বিচার আলোর আশা’- নতুন এ প্রতিবাদের ভাষা সকাল হতে হতে ফেসবুকে ভাইরাল হতে থাকে।
সব শ্রেণি-পেশার মানুষ প্রোফাইলে কালো প্রতীক ধারণ করে #ট্যাগ ব্যবহার করে নারীর ওপর ধর্ষণসহ সব ধরনের নির্যাতনের বিচার দাবি করেছেন। এই দাবিতে অংশগ্রহণ করেছে পুরুষেরা।