টেলিকম বিভাগ ডিজিটাল KYC-র জন্য নতুন নির্দেশিকা জারি করেছে
Mobile SIM Card এর জন্য গ্রাহকদের বেশি ডকুমেন্ট দিতে হবে না
শুধুমাত্র একটি OTP-র মাধ্যমে সিম কার্ড অ্যাকটিভেট করা যাবে
মোবাইল সিম কার্ড এবার আরও সহজভাবে পাওয়া যাবে। আগের সময় সিম কার্ড কিনতে হলে গ্রাহককে জরুরি ডকুমেন্ট, যেমন আধার কার্ড বা প্যান কার্ড দিতে হত, তবে এখন আর এগুলির প্রয়োজন হবে না। এবার সহজেই কর্পোরেট কোম্পানিগুলি তাদের কর্মীদের অ্যাকটিভেট সিম তাদের হাতে তুলে দিতে পারবে। টেলিকম বিভাগ এমনই সুবিধা নিয়ে এল লোকেদের জন্য।
টেলিকম বিভাগ ডিজিটাল KYC-র জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। অর্থাৎ এবার গ্রাহককে সিম কার্ডের জন্য বেশি ডকুমেন্ট দিতে হবে না। এবার থেকে শুধুমাত্র একটি OTP-র মাধ্যমে সিম কার্ড অ্যাকটিভেট করা যাবে। মোবাইল সংস্থাগুলিকে আবেদন ফর্মে গ্রাহকদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পূরণ করতে হবে। কোম্পানিকে কর্পোরেট বিষয়ক মন্ত্রক থেকে রেজিস্ট্রেশন যাচাই করাতে হবে।