- Advertisement -
- Advertisement -
বিকাশের সাড়ে ৩৫ কোটি টাকা লোকসান

বিকাশের সাড়ে ৩৫ কোটি টাকা লোকসান

- Advertisement -

গত বছরের মতো এ বছরেও লোকসানে পড়ছে  দেশের সবচেয়ে বড় এই এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান।
চলতি বছরের ৬ মাসে বিকাশের লোকসান ৩৫ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার টাকা। । গত বছরে প্রতিষ্ঠানটির নিট লোকসান ছিল ৬২ কোটি টাকা।

বিকাশের সর্বশেষ আর্থিক প্রতিবেদন বলছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানের লোকসান হয় ১৮ কোটি ১৩ লাখ টাকা।

চলতি বছরের আগস্ট মাসে লেনদেন হয়েছিল ৩১ হাজার ৯১৯ কোটি টাকা। যা জুলাইতে ছিলো ৪৫ হাজার ১৭৭ কোটি টাকা এবং জুনে লেনদেন হয়েছিল ৩৩ হাজার ৪৬৪ কোটি টাকা।

বিগত কয়েক বছরের লাভের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সালে ১৮ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৫৩২ টাকা, ২০১৫ সালে ২৩ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৭২২ টাকা, ২০১৬ সালে ৩৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৪৭১ টাকা, ২০১৭ সালে ৪৮ কোটি ৭৮ লাখ ১৭ হাজার ৭১৬ টাকা এবং ২০১৮ সালে ২০ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৭৯১ টাকা লাভ করে বিকাশ।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up