পৌরাণিক তন্ত্র-মন্ত্র আর বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণে নামছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। ধোনির স্ত্রী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাক্ষী ধোনি জানিয়েছেন, সিরিজটি হবে ‘রোমাঞ্চকর।’
নতুন এক লেখকের অপ্রকাশিত বই অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করবে ধোনি এন্টারটেইনমেন্ট।
ওয়েবসিরিজটি বিষয়ে ধোনির স্ত্রী সাক্ষীর জানিয়েছেন, বইটি হবে পৌরাণিক বিজ্ঞান কল্প-কাহিনী নিয়ে।
তার ভাষ্য, এক অঘোরী সাধুর জীবন নিয়ে আবর্তিত হবে এর গল্প, যাকে উচ্চ প্রযুক্তিসম্পন্ন জায়গায় আটকে রাখা হয়। অঘোরী সাধুর যেসব রহস্য ফাঁস করেন তাতে প্রাচীন পুরাকথা, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা পাল্টে যায়। সিনেমার চেয়ে ওয়েব সিরিজের সঙ্গেই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বেশি মানানসই।’নির্মাতারা এখন ওয়েব সিরিজে শুটিংয়ের জায়গা, শিল্পী ও কলাকুশলী বাছাই করছেন। অঘোরী সাধুদের নিয়ে বলে রাখা ভালো, তারা তন্ত্র-মন্ত্রের পূজারি।