- Advertisement -
- Advertisement -
মাইক্রোসফট কিনতে চলেছে জেনিম্যাক্স মিডিয়াকে

মাইক্রোসফট কিনতে চলেছে জেনিম্যাক্স মিডিয়াকে

- Advertisement -

৭৫০ কোটি ডলারে জেনিম্যাক্স মিডিয়া কিনছে মাইক্রোসফট। গেইমারদের ফলআউট, ডুমের মতো গেইমগুলো উপহার দিয়ে আলোচনায় রয়েছে জেনিম্যাক্স মিডিয়া।

রয়টার্স বলছে, সনির প্লে-স্টেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে এক্সবক্স নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

চলতি বছরের নভেম্বরে গেইমিং ডিভাইস নিয়ে আসবে সনি ও মাইক্রোসফট। এক্সবক্সের প্রি-অর্ডার আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে।

জেনিম্যাক্স মিডিয়াকে কেনার মধ্য দিয়ে ২৩টি ‘ক্রিয়েটিভ স্টুডিও টিমের’ মালিক হবে মাইক্রোসফট। নিজেদের ‘এক্সবক্স গেইম পাস’ সেবার অধীনে বেথেসডার ভবিষ্যত গেইমগুলো আনার পরিকল্পনা করেছে মাইক্রোসফট।

করোনাভাইরাস মহামারীর এ সময়ে গেইমিংয়ের দিকে ঝুঁকছে মানুষ। ফলে গেমিং শিল্পগুলো আরো জনপ্রিয় হয়ে উঠছে।

মালিকানা হাতবদলটি মাইক্রোসফটকে নিজ গেইমিং এ আরও জনপ্রিয় হতে সাহায্য করবে।

মাইক্রোসফট-জেনিম্যাক্স চুক্তি ২০২১ অর্থবছরের দিকে শেষ হবে। এর সাথে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জেনিম্যাক্সের পরামর্শদাতা হিসেবে কাজ করবে ।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up