শেয়ারবাজারে প্রবেশের প্রস্ততি ই-কমার্স জায়ান্ট আলিবাবার ফিনটেক ডিভিশন আন্ট গ্রুপ। তারই আগে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে ট্রাম্প প্রশাসনের কাছে প্রস্তাবনা পেশ করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
ঠিক কবে থেকে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাটি আন্ট গ্রুপকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেটি জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যাতে কোম্পানিটিতে বিনিয়োগ না করে সেই লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা, সেটি অনেকেই ধারনা করছে।
যুক্তরাষ্ট্র মনে করছে, কোম্পানিটির শেয়ার কিনলে তাদেরকে প্রতারক হিসেবে তুলে ধরা কিংবা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যাংকিং ডেটা চীনের সরকারের কাছে সরবরাহ করতে পারে। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কোনো মন্তব্য করেনি।