চীনা মোবাইল অ্যাপ্লিকেশন টিকটক ও উইচ্যাট ডাউনলোডে নিষেধাজ্ঞা ও টিকটকের যুক্তরাষ্ট্র অংশ বিক্রিতে বাধ্য করার মাধ্যমে প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালা ভঙ্গ করেছে। জেনেভাতে সংস্থাটির এক রুদ্ধদ্বার বৈঠকে চীনের একজন প্রতিনিধি এই দাবি করেছেন। খবর রয়টার্স।
ট্রাম্প প্রশাসন চীনের দুই মোবাইল অ্যাপস ডাউনলোড ব্লক করার আদেশ দিয়েছে। এছাড়া চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করার নির্দেশনা দিয়েছে। জাতীয় নিরাপত্তার অজুহাতে এই নির্দেশনা দিলেও দেশটির বিচারকরা সরকারের নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বৈঠকে চীনের প্রতিনিধি বলেন, বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সাথে পরিস্কারভাবে সাংঘর্ষিক, ক্রস-বর্ডার ব্যবসার প্রতিবন্ধক এবং বৈদেশিক বাণিজ্য সিস্টেমের বেসিক নীতিমালা ও উদ্দেশ্য ভঙ্গ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থাটির এক কর্মকর্তার বরাত দিয়ে এসব কথা জানিয়েছে রয়টার্স।
চীনা প্রতিনিধি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো জোরালো প্রমান দিতে পারেনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি চীনের এই বক্তব্যের প্রতিবাদ করে বলেন, আমরা জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলার চেষ্টা করছি।