এই মাসের শুরুতেই আমরা জানিয়েছিলাম ভারতে উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ভিভো এদেশে তাদের ‘ভি20’ সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। এই সিরিজে Vivo V20, Vivo V20 SE ও Vivo V20 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে কোম্পানি গতকাল থাইল্যান্ডে অফিসিয়ালি দুর্দান্ত ক্যামেরা ও অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত Vivo V20 Pro 5G লঞ্চ করে দিয়েছে।
অতুলনীয় ক্যামেরা
নিঃসন্দেহে Vivo V20 Pro 5G ফোনটির ক্যামেরা সেগমেন্টকে এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার বলা যেতে পারে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক্যামেরা সেন্সর এবং এর সঙ্গেই একটি এফ/2.28 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo V20 Pro 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ডুয়েল টোন ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এই সেন্সরটি ম্যাক্রো লেন্সেরও কাজ করে এবং এই ফোনের তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি মোনো লেন্স। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেটআপ আই অটো ফোকাস টেকনিকযুক্ত এবং রেয়ার ক্যামেরা 2.5cm পর্যন্ত ম্যাক্রো শুটিং করতে সক্ষম।
Vivo V20 Pro 5G
ফোটোগ্রাফির জন্য Vivo V20 Pro 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ডুয়েল টোন ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এই সেন্সরটি ম্যাক্রো লেন্সেরও কাজ করে এবং এই ফোনের তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি মোনো লেন্স। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেটআপ আই অটো ফোকাস টেকনিকযুক্ত এবং রেয়ার ক্যামেরা 2.5cm পর্যন্ত ম্যাক্রো শুটিং করতে সক্ষম।
Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমসহ ফনটাচ ওএসে কাজ করে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 620 জিপিইউ আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
Vivo V20 Pro ফোনটি 5জির সঙ্গে সঙ্গে 4জি ভোএলটিইও সাপোর্ট করে। থাইল্যান্ডে ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে THB 14,999 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 35,000 টাকার কাছাকাছি। ফোনটি Midnight Jazz, Moonlight Sonata ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের ‘ভি20’ সিরিজ লঞ্চ করবে।