ভিভো কিছু দিন আগে মার্কেটে তাদের ‘ভি20’ সিরিজ পেশ করে Vivo V20 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি আপাতত থাইল্যান্ডে পেশ করা হবে যা আগামী দিনে বিশ্বের অন্যান্য মার্কেটে সেল করা হবে। আবার আজ এই সিরিজে Vivo V20 SE নামে একটি নতুন ফোন লঞ্চ করেছে। এই ফোনটিিমালয়েশিয়াতে পেশ করা হয়েছে এবং ভবিষ্যতে বিশ্বের অন্যান্য মার্কেটে লঞ্চ করা হবে।
Vivo V20 SE
কোম্পানির পক্ষ থেকে Vivo V20 SE ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.12 শতাংশ। এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে।
Vivo V20 SE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 11 এ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে 11 ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মার্কেটে ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo V20 SE তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স আছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo V20 SE একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 33 ওয়াট ফ্ল্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,100 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া Vivo V20 SE এর ডায়মেনশন 161 × 74.8 × 7.83 এমএম ও ওজন 171 গ্ৰাম।
মালয়েশিয়াতে Vivo V20 SE ফোনটি RM 1,199 থামে লঞ্চ করা হয়েছে, অর্থাৎ ভারতীয় টাকায় এই দাম প্রায় 22,000 টাকার কাছাকাছি। ফোনটি Oxygen Blue ও Gravity Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতে ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো তথ্য পেলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে।