- Advertisement -
- Advertisement -
লঞ্চ হল12GB RAM ও 6000mAh ব‍্যাটারীর সঙ্গে দুর্দান্ত ফোন Asus ROG Phone 3

লঞ্চ হল12GB RAM ও 6000mAh ব‍্যাটারীর সঙ্গে দুর্দান্ত ফোন Asus ROG Phone 3

- Advertisement -

আসুস গত জুলাই মাসে তাদের টেকনোলজি দেখিয়ে ভারতে নতুন Asus ROG Phone 3 লঞ্চ করেছিল। এই ফোনটি বিশেষ করে মোবাইল গেমারদের জন্য তৈরি করা হয়েছে। ROG অর্থাৎ Republic Of Gamers ক‍্যাটাগরির এই ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফ‍্যানদের জন্য কোম্পানি এবার Asus ROG Phone 3 এর একটি নতুন র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে লঞ্চ করল।

Asus ROG Phone 3 এর এই নতুন ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 52,999 টাকা এবং আগামী 16 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে। Asus ROG Phone 3 এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 49,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 57,999 টাকা দামে সেল করা হয়।

লঞ্চ হল12GB RAM ও 6000mAh ব‍্যাটারীর সঙ্গে দুর্দান্ত ফোন Asus ROG Phone 3

Asus ROG Phone 3

কোম্পানির পক্ষ থেকে Asus ROG Phone 3 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.59 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 144 হার্টস রিফ্রেসরেট ও 270 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিন ইন ডিসপ্লে যুক্ত এবং এতে 2.5ডি কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন আছে। Asus ROG Phone 3 এর ব‍্যাক প‍্যানেলে নোটিফিকেশন ও অন‍্যান‍্য কারণে জ্বলার জন্য RGB লাইটিং দেওয়া হয়েছে।

Asus ROG Phone 3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের 7 এন‌এম টেকনিকে তৈরি স্ন‍্যাপড্রাগন 865+ চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো।650 জিপিইউ দেওয়া হয়েছে। হেভি গেমিঙের সময় ফোন যাতে বেশি গরম না হয় তাই Asus ROG Phone 3 তে গেমকুল 3 কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে টাচ সেন্সিটিভ আল্ট্রাসনিক বাম্পার/শোল্ডার বাটন এয়ার ট্রিগারের মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।

লঞ্চ হল12GB RAM ও 6000mAh ব‍্যাটারীর সঙ্গে দুর্দান্ত ফোন Asus ROG Phone 3

ফোটোগ্ৰাফির জন্য Asus ROG Phone 3 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Asus ROG Phone 3 তে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up