স্যামসাং নিয়ে এসেছে নতুন ফিচার ‘সেলফিটাইপ’। এই ফিচারে সেলফি ক্যামেরা অন করে টাইপ করা যাবে।
এই প্রযুক্তিতে কোয়ার্টি কি-বোর্ডের লেআউট কাজ করবে। তবে আলাদা কোনো হার্ডওয়্যার বা ডিভাইসের প্রয়োজন হবে না।
অত্যাধুনিক এই প্রযুক্তি নিয়ে এসেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি তাদের এই প্রজেক্ট সি-ল্যাব ইনসাইড শোতে প্রকাশ করে। মূলত এখানে আর্টিফিশিয়াল ইঞ্জিন কাজ করবে।
স্যামসাংয়ের সি-ল্যাব এমন এক ভাবনা যেখানে কর্মীরা কোম্পানির প্রজেক্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের সেলফি ক্যামেরা ব্যবহার করে সেলফিটাইপ করতে পারবে। এর জন্য কি-বোর্ডের প্রয়োজন হবে না।
তথ্যসূত্র: odhikar.news