শক্তিশালী ব্যাটারির নতুন ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৪১। এই ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। এতে অ্যামোলিড ইনফিনিটি ইউ ডিসপ্লে দেয়া হয়েছে। এই ডিসপ্লের মধ্যেই ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে।
স্যামসাংয়ের নতুন এই ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরা সেটআপের মধ্যে এলইডি ফ্ল্যাশও রয়েছে। এছাড়াও ক্যামেরা সেটআপ এরপাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখা গিয়েছে।
গ্যালাক্সি এ৪১ ফোনে এজ টু এজ ডিসপ্লে থাকবে। ফোনটির উপরে বা পাশে কোনো বেজেল থাকবে না। ফোনটির টিজার থেকে আর কোনও স্পেসিফিকেশন জানা যায় নি।
গুগল প্লে কনসোল থেকে জানা গিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ ফোনে কোম্পানির নিজস্ব এক্সিনস ৯৬১১ প্রসেসর থাকবে। আর এই ফোনে এআরএম মালি জি৭২ জিপিইউ থাকবে।
ফোনটি অ্যানড্রয়েড ১০ ভিত্তিক ওয়ান ইউআই ২.০ সিস্টেমে চলবে।