- Advertisement -
- Advertisement -
হুয়াওয়ে ওয়াচ ফিট আসছে আগামী সপ্তাহে

হুয়াওয়ে ওয়াচ ফিট আসছে আগামী সপ্তাহে

- Advertisement -

দেশের বাজারে আসছে ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’ নামে নতুন একটি স্মার্টওয়াচ। ১২ অক্টোবর থেকে দেশব্যাপী সব হুয়াওয়ে অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এবং বিক্রয়োত্তর সেবাদানকেন্দ্রে পরিধেয় স্মার্ট ডিভাইসটি ৯ হাজার ৯৯৯ টাকা দামে পাওয়া যাবে।

১ দশমিক ৬৪ ইঞ্চি স্মার্ট স্পোর্টস ওয়াচটি হুয়াওয়ের প্রথম আয়ত-গোলাকার স্মার্ট স্পোর্টস ওয়াচ। এর অসাধারণ সব ফিচার ব্যবহারকারীর রিয়েলটাইম হার্ট রেট ও ঘুমের অবস্থা পর্যবেক্ষণ করে সুস্বাস্থ্য নিশ্চিতে সহযোগিতা করবে।

ডিভাইসটি বিষয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের জিটিএম ডিরেক্টর জেং বেনিয়াং বলেন, বাংলাদেশে ক্রেতাদের জন্য উদ্ভাবনী এবং গুণগত পণ্যের অভিজ্ঞতা প্রদানে হুয়াওয়ে বদ্ধপরিকর। হুয়াওয়ে ওয়াচ ফিট এ দেশের বাজারে নিয়ে আসা সে উদ্যোগেরই ধারাবাহিকতা। আমরা আমাদের ভোক্তাদের জন্য উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্য তৈরি অব্যাহত রাখব এবং তাদের সার্বিকভাবে উন্নত স্মার্ট জীবনের অভিজ্ঞতাদানে নিরলস কাজ করে যাব।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হার্ট রেট পর্যবেক্ষণে নতুন এ ওয়াচে হুয়াওয়ের নিজস্ব ট্রুসিন ৪.০ এবং হুয়াওয়ে ট্রুস্পি ২.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তি ঘুমের অবস্থা পর্যবেক্ষণ, ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসের মান বিবেচনা, বিগ ডাটার বিশ্লেষণ, রিয়েলটাইম হার্ট রেট পর্যবেক্ষণ এবং রেস্টিং হার্ট রেট ও রক্তে অক্সিজেন প্রবাহ পর্যবেক্ষণ করবে। পাশাপাশি ব্যবহারকারীরা ২৪ ঘণ্টায় হার্ট রেটের পরিবর্তন বুঝতে একটি ইনফোগ্রাফিক ডাটা পাবেন।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up