আগামী ২২ অক্টোবর উন্মোচিত হবে হুয়াওয়ের মেট ৪০ স্মার্টফোন। হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস সিইও এবং নির্বাহী পরিচালক রিচার্ড ইউ উইবোতে এক পোস্টে এই তারিখের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। খবর জিএসএম এরিনা।
পোস্টারের পাশাপাশি ইউ একটি ছোট টিজার ক্লিপও প্রকাশ করেছেন। যদি টিচার ভিডিওতে ঠিকভাবে পরিস্কার নয় যে কী আসছে ঐ আয়োজনে, তবে ধারণা করা হচ্ছে ঐদিন টেলিফটো প্রযুক্তিসহ বেশ কয়েকটি আধুনিক ফিচার নিয়ে উন্মোচিত হবে মেট ৪০ ডিভাইস।
এমআইআইটি সার্টিফিকেশন থেকে জানা গেছে, এই লাইনআপে তিনটি মডেল থাকছে। এগুলো হলো- মেট ৪০, মেট ৪০ প্রো এবং মেট ৪০ প্রো প্লাস।
হার্ডওয়্যারের দিক থেকে মেট ৪০ সিরিজে থাকতে পারে কিরিন ৯০০০ চিপসেট। এটি প্রথম কোনো ৫এনএম চিপ যাতে ফাইভজি মডেম বিল্ট ইন রয়েছে। থাকতে পারে ফাইভএক্স অপটিক্যাল জুম সম্বলিত পেরিস্কোর মডিউল নিয়ে ১০৮ মেগাপিক্সেলের শ্যুটার। থাকবে আল্ট্রাওয়াইড ও টিওএফ সেন্সর।