আইফোনের পর এবার অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য পিকচার-ইন-পিকচার মোড এনেছে হোয়াটসঅ্যাপ। এখন পরীক্ষামূলকভাবে বেটা সংস্করণে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগিরই সবার জন্য এটি উন্মুক্ত হবে।
পিকচার-ইন-পিকচার মোডের মাধ্যমে চ্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরেও সেখানে দেয়া লিংকের ভিডিও চালানো যাবে। সহজেই ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের ভিডিও হোমস্ক্রিণে এসেও দেখা যাবে।
আগে শুধুমাত্র চ্যাটের মধ্যে ছোট উইন্ডোতে ভিডিওটি দেখা যেতো, যেটি গত ডিসেম্বরে উন্মোচন করা হয়েছিলো।
আগ্রহীরা প্লেস্টোর থেকে হোয়াটসঅ্যাপের বেটা সংস্কণে আপডেট করে অথবা বেটা সংস্করণের এপিকে ইনস্টল করে ফিচারটি ব্যবহার করতে পারবেন।
- Advertisement -