প্রায় তিন মাস হল উন্মোচন হয়েছে Redmi K20 সিরিজ। ইতিমধ্যেই Redmi K30 তৈরীর কাজ শুরু করে দিয়েছে শাওমি।
মঙ্গলবার চীনের এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেডমির ওয়েইবিং জানিয়েছেন Redmi K30 ফোনে ফাইভজি সাপোর্ট থাকবে। যদিও এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য সামনে আনেন নি রেডমির এই প্রধান। তবে দুটি ভেরিয়েন্টে উন্মোচন হতে পারে এই ফোন। ফোনটি একটি ভেরিয়েন্টে ফাইভজি সাপোর্ট থাকলেও ফোরজি ভেরিয়েন্টে উন্মোচন পারে এই ফোন।
এই মুহুর্তে বাজারে খুব অল্প সংখ্যায় ফাইভজি স্মার্টফোন রয়েছে। ফাইভজি ফোনে দাম অন্যান্য ফোনের তুলনায় অনেকটা বেশি। ধীরে ধীরে বিভিন্ন দেশে লেটেস্ট নেটওয়ার্ক পরিষেবা শুরু হলে ফাইভজি ফোনের দাম কমতে শুরু করবে।
শাওমি ছাড়াও মিডরেঞ্জ সেগমেন্টে ফাইভজি ফোন তৈরী করছে এইচএমডি গ্লোবাল। সম্প্রতি তুলনামুলক কম দামে চীনে ফাইভজি ফোন উন্মোচন করেছে ভিভো।