- Advertisement -
- Advertisement -
iPhone 11 লঞ্চ হবে সেপ্টেম্বরে

iPhone 11 লঞ্চ হবে সেপ্টেম্বরে

- Advertisement -

10 সেপ্টেম্বর লঞ্চ হবে iPhone 11। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পৌঁছাতে শুরু করেছে। 10 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টে আমন্ত্রণ পাঠালেও এই দিন কোন প্রোডাক্ট লঞ্চ হবে তা জানায়নি Apple। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে নতুন iPhone লঞ্চ করে Apple। তাই প্রায় সবাই এই বিষয়ে একমত যে 10 সেপ্টেম্বর নতুন iPhone সিরিজ লঞ্চ করতে চলেছে কুপার্টিনোর কোম্পানিটি।

2019 সালে iPhone 11 সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। তিন ফোনের ভিতরে থাকবে লেটেস্ট A13 চিপ। তিনটি স্মার্টফোনের মধ্যে দুটি ফোনে OLED ডিসপ্লে থাকছে আর একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে। তবে 2019 সালের iPhone মডেলে 5G সাপোর্ট থাকার সম্ভাবনা কম।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 2019 সালে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে iPhone। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XR এর মতোই iPhone 11 এ থাকতে পারে 6.1  ইঞ্চি এলসিডি ডিসপ্লে। iPhnone 11 Pro আর iPhone 11 Max ফোনে থাকতে পারে যথাক্রমে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি ডিসপ্লে।

2019 সালের তিনটি iPhone এ একাধিক ক্যামেরা থাকবে। iPhone 11 ফোনে থাকতে পারে দুটি ক্যামেরা। অন্যদিকে iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকতে পারে।

তবে তিনটি ফোনের ভিতরে একই প্রসেসর ব্যবহার করতে পারে Apple। নতুন বছরে A13 চিপ ডিজাইন করছে কুপার্টিনোর কোম্পানিটি। iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের ভিতরে এই প্রসেসর ব্যবহার হতে পারে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up