আগামী মাসেই বাজারে আসতে চলেছে নোকিয়ার নতুন ফোন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই যা সকলের কাছে এসে পৌছবে। নতুন এই ফোনটির প্রথম ছবি এখনই মন কেড়েছে অনেকের। জানা গেছে যা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই সাধ পূরণ করবে। নোকিয়া সিরিজের নতুন এই ফোনের নাম ‘নোকিয়া ৭.২’। অ্যানড্রয়েড ফোনের বাজারে এই ফোন মন কাড়বে বলেই মনে করা হচ্ছে।
সেপ্টেম্বরের ৫ তারিখে মার্কেটে আসতে চলেছে নোকিয়া সিরিজের এই ফোন৷ যা নোকিয়ার আগের ৭ সিরিজের থেকেও বেশ উন্নত এবং দামও থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে৷ এই ফোনের স্ক্রীন ৬.৩ ইঞ্চি এবং সম্পূর্ণ এইচডি এই ফোনের ঝকঝকে ছবিতেই মুগ্ধ হতে পারেন মোবাইল ইউসারসরা। আকারেও অন্য ফোনগুলির থেকে বেশ বড়। যেখানে স্বচ্ছন্দেই প্রতিদিনের সব কাজ সহজে করতে পারবেন সবাই। এছাড়াও, ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা থাকছে পিছনে যা স্বাভাবিকভাবে আগ্রহ জাগাবে ক্রেতাদের মধ্যে।
ইয়াং জেনারেশনের মন খুব সহজেই কেড়ে নিতে পারে এই মোবাইল। তাছাড়াও, এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর যা আরও দ্রুত করে তুলবে এই নতুন সিরিজের ফোনটিকে। নোকিয়া সিরিজের অন্য ফোনগুলির থেকে এই ফোনটি যে অন্যদের টেক্কা দিতে পারবে তাও মনে করছেন অনেক ইউসারসরা। একঘেয়েমি কাটাতে চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও ৪০০ জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগানো যাবে বলেও জানিয়েছেন তারা। এছাড়াও মাইক্রো সিম ও মেমরি কার্ড লাগানোর জন্য আলাদা স্লট থাকবে বলেও জানিয়েছে। ৪৮ এমপি অপটিক্স এবং তার সাথে ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল তার সাথে ব্যাটারি ৩৫০০ এমএএইচ।
ফোনটির ফিচারগুলি হল নিম্নলিখিত:
সাইজ-১৬০এমএমx৭৫এমএমx৭.৬২এমএম, রেজোলিউশন- ২৩৪০x১০৮০, রঙ-চারকোল ব্ল্যাক, আইস ব্লু, ফরেস্ট গ্রীন, ওয়াইফাই- ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লু টুথ ৫.০, অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড পাই, র্যাম ৪ জিবি/৬ জিবি,স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর।
স্টোরেজ: ইন্টারনাল মেমরি- ৬৪/১২৮ জিবি, এক্সটারন্যাল মেমরি– ৪০০ জিবি, মাইক্রো সিম ও মেমরি কার্ডের জন্য আলাদা স্লট, ক্যামেরা: ৪৮ এমপি অপটিক্স এবং ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, ব্যাটারি- ৩৫০০ এমএএইচ।