নানান প্রয়োজন ফোনে অনেক অ্যাপ ইন্সটল করতে হয়। তবে ভুল করে যদি নিরাপদ নয় এমন অ্যাপ ইন্সটল করেন তাহলেই বিপদ।
অনিরাপদ অ্যাপে ফোনে থাকা আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে। তাই কোনো অ্যাপ ইন্সটলে সচেতন থাকতে হবে।
আপনার ফোনে ইন্সটল করা অ্যাপগুলো কি নিরাপদ? যদি না জেনে থাকেন তাহলে ‘সেইফ’ নামের অ্যাপটি ইন্সটল করতে পারেন।
অ্যাপটি অন্য অ্যাপগুলো কতটুকু নিরাপদ তা জানিয়ে দেবে।
এক নজরে অ্যাপটির ফিচারগুলো
প্রথমে অ্যাপটি চালু হতে কিছুটা সময় নেবে। কেননা ফোনে থাকা অ্যাপগুলো পরীক্ষা করে দেখবে অ্যাপটি। তারপর ডিভাইসটি কতটুকু নিরাপদ তার একটি রেটিং দেখাবে।
নিরাপত্তামূলক রেটিং কম থাকলে সেটির কারণও দেখাবে।
এরপর কি কি সেটিংস পরিবর্তন করলে ফোনের নিরাপত্তা বাড়বে সেটিও জানাবে সেইফ অ্যাপটি।
ফোনে ইন্সটল থাকা অ্যাপগুলো ব্যবহারকারীদের কোনো তথ্য হাতিয়ে নিচ্ছে কিনা তাও জানাবে অ্যাপটি।
এটি দেখা যাবে অ্যাপটির ‘app score’ অপশনে। কয়টি অ্যাপ লোকেশন কিংবা ক্যামেরার পারমিশন নিচ্ছে সেই হিসাবও জানাবে এটি।
ওয়াইফাই, ইউএসবি, এনএফসি কিংবা ব্লুটুথের মাধ্যমে অনেক সময় স্মার্টফোনটি অন্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত করতে হয়। এমন সংযোগ নিরাপদ কিনা তাও জানা যাবে এটির মাধ্যমে।
অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর। ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি চালু থাকলে তা বন্ধ করার সুবিধা রয়েছে। এটির সাইডবারে থাকা ‘app alive in background’ অপশন থেকে বন্ধ করা যাবে।
Download Link: https://play.google.com/store/apps/details?id=com.lucideus.safe
Source: Tech Shohor
- কড়া বার্তা দিলো আমেরিকা ভারতে হুয়াওয়েকে ব্যান করতে
- যুক্তরাষ্ট্র থেকে হুয়াওয়ের গবেষণা ইউনিট আলাদা হলো
- ফেসবুক পড়বে মনের কথাও!
- ঈদ ছাড় চলছে স্যামসাং মোবাইলের
- গুগল সার্চের ফল অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন
- বুমেরাং যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপেও
- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখার কিছু উপাই