ট্রিপল রিয়ার ক্যামেরাসহ উন্মোচিত হয়েছে নকিয়ার দুটি স্মার্টফোন। বৃহস্পতিবার বার্লিনে নকিয়া ৬.২ এবং নকিয়া ৭.২ মডেলের এই দুটি ফোন উন্মোচিত হয়। খবর এনডিটিভি।
নকিয়ার অন্যান্য ফোনের মতোই অ্যান্ড্রেয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে এই দুই ফোন উন্মোচন করা হয়েছে। উভয় ফোনেই থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম। তবে শিগগিরই উভয় ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌছে যাবে বলে জানিয়েছে এইচএমডি গ্লোবাল।
ফোন দুটির পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা। আর সেলফি তোলার জন্য সামনে থাকছে যথাক্রমে ৮ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেলের একটি করে ক্যামেরা।
ব্যাকআপের জন্য থাকছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি। অক্টোবর মাস থেকে এই স্মার্টফোন দুটির বিক্রি শুরু হবে।