সদ্য মোড়ক উন্মোচন করা আইফোনের ফ্ল্যাগশিপ সিরিজের ৩টি নতুন আইফোনেই নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন গবেষকরা। গ্রাহকের হাতে পৌঁছার আগেই এতে ব্যবহৃত আইওএস-১৩ অপারেটিং সিস্টেম ঘেঁটে দেখা গেছে যে কেউ ফোনের লক স্ক্রিন বাইপাস করে আইফোনে প্রবেশ করতে পারবেন। ফলে সহজেই ফোনের কন্টাক্ট লিস্ট, ই-মেইল অ্যাড্রেস এবং ব্যক্তিগত তথ্যে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।
ডার্ক মুড, আপডেটেড ম্যাপ সার্ভিস এবং নিরাপত্তা ফিচার কঠোর করার ঘোষণা দেয়ার পরও আইফোনের নতুন অপারেটিং সিস্টেমের এই নিরাপত্তা ত্রুটি বের করেছেন জোসে রদ্রিগেজ নামের একজন নিরাপত্তা গবেষক। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসেই রদ্রিগেজ অ্যাপল কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করেছিলেন।
অবশ্য নিরাপত্তা ত্রুটি সংশোধন করেই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইওএস-১৩.১ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে অ্যাপল কতৃপক্ষ। এই নিরাপত্তা ত্রুটির কথা জেনেও আগামী ১৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইওএস ১৩।
অন্যদিকে এই ত্রুটি অ্যাপলের জন্য নতুন কিছু নয়। আইফোন-৬ সিরিজ এবং আইওএস-১২.১ সিস্টেমে একই সমস্যা দেখা দিয়েছিল।