- Advertisement -
- Advertisement -
বন্ধ হলো ইনস্টাগ্রামে কসমেটিক সার্জারি

বন্ধ হলো ইনস্টাগ্রামে কসমেটিক সার্জারি

- Advertisement -

ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে আঘাত হানায় সব অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিলটার ফিচারটি সরিয়ে ফেলল ইনস্টাগ্রাম।

অভিযোগ রয়েছে, এআর ফিল্টার ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে কসমেটিক সার্জারির প্রতি প্রবণতা বাড়াচ্ছিল।

এআর ফিল্টার এফেক্ট ব্যবহারের ফলে ছবিকে কৃত্রিমভাবে বিকৃত করা হয়। এর মাধ্যমে ঠোঁটে ইঞ্জেক্ট করা, মুখের অবয়ব পরবির্তনসহ মুখের নানা পরিবর্তন আনা যেত।

গবেষকদের মতে, মুখের অবয়ব পরিবর্তন করা এই ফিচারটি মানুষের মনে তার চেহারা সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। যা থেকে যে কোনও ধরনের ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

ব্যবহারকারীদের কথা চিন্তা করে এআর ফিল্টার ফিচারটি ব্যান করা হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

এক মুখপাত্র জানিয়েছেন, ফিল্টার যাতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে তা নিশ্চিত করতে উদ্যোগী তারা। গত ফেব্রুয়ারিতেই নিজেদের প্ল্যাটফর্মে সকল ধরনের ক্ষতিকর গ্রাফিক কনটেন্ট মুছে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইনস্টাগ্রামে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up