স্মার্টফোনের নমনীয় পর্দা ভাঁজ করার পর এবার তা আড়াআড়ি টেনে লম্বা করে ট্যাবলেটে রূপান্তর করতে যাচ্ছে এলজি। টিভির পর এবার স্মার্টফোনেও নমনীয় পর্দা মুড়িয়ে ছোট্ট ডিভাইসে রাখার নকশা তৈরি করেছে তারা।
ডাচ সংবাদমাধ্যম লেটস গো ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসের মোবাইল ফোনের নকশা জমা দিয়েছে এলজি। গত ১৫ নভেম্বর তা প্রকাশ করা হয়। বিবরণ ও ছবি দেখে বোঝা যাচ্ছে, এলজির ফোনে ভাঁজ খোলার বদলে আড়াআড়িভাবে টেনে পর্দা বড় করা যাবে। স্মার্টফোনটি টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে। এই প্রযুক্তিতে মূলত নমনীয় পর্দা মুড়িয়ে রাখা যাবে। ফলে ট্যাবলেট আকারে ব্যবহারের সময় মাঝের অংশ অত্যন্ত পাতলা হবে। আর স্মার্টফোন আকারে প্রস্থের তুলনায় দৈর্ঘ্য একটু বেশি হবে। অনেকটা সনি এক্সপেরিয়া মডেলের মতো ১২:৯ এর মতো।
ফোনটির নকশা এমন ভাবে করা হয়েছে মূলতঃ বেজেলহীন অবস্থায় এর পেছনটা প্রশস্ত দুইটি অংশে বিভক্ত। হার্ডহওয়্যার ছাড়াও স্ক্রিনটি মুড়িয়ে থাকবে। নতুন ফোনটির সম্ভাব্য নাম ফ্লেক্স, ফোল্ডি বা ডুপ্লি হতে পারে।