দারুণ এক চটকদার অফার এনেছে গুগল। তাদের তৈরি পিক্সেল ফোনে কোনো ত্রুটি খুঁজে বের করতে পারলেই পুরস্কার দেবে লাখ লাখ ডলার। এই কাজটির জন্য নিজেদের ‘বাগ বাউন্টি’ প্রোগ্রামে পুরস্কারের পরিমাণও বৃদ্ধি করেছে তারা।
জানা যায়, এই প্রোগ্রামের আওতায় থাকা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে যদি কেউ কোনো নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পান কিংবা তথ্য ফাঁসের আশঙ্কার কথা জানান তবে দুই লাখ থেকে শুরু করে ১৫ লাখ ডলার পর্যন্ত পুরস্কার মিলবে।
ত্রুটির গুরুত্বের ওপর নির্ভর করে বাড়বে পুরস্কারের অর্থমূল্য। যে কোনো ব্যক্তি যতবার ইচ্ছা এই আয়োজনে অংশ নিতে পারবেন। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় পিক্সেল ফোনকে সর্বোচ্চ নিরাপদ করতেই গুগলের এ উদ্যোগ।