কয়েক সপ্তাহ আগে মোটোরোলার নতুন একটি স্মার্টফোন লঞ্চের খবর ইন্টারনেটে ফাঁস হয়েছিল। সে সময় ফোনটির ছবির পাশাপাশি বেশ কিছু ফিচারের কথা জানাজানি হয়ে যায়। কিন্তু হ্যান্ডসেটটির নাম সম্পর্কে কিছু জানা যায়নি। Moto One Zoom নামে একটি স্মার্টফোন লঞ্চ করার কথা ছিল মোটোরোলার। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায় তারা। মনে করা হচ্ছিল, Moto One Zoom-এর বিকল্প হিসেবে নতুন স্মার্টফোনটি বাজারে লঞ্চ করতে পারে Lenovo-র মালিকানাধীন এই সংস্থাটি। দীৰ্ঘ জল্পনার পরে অবশেষে মোটোরোলার নতুন এই স্মার্টফোনটির নাম ফাঁস হয়েছে। জানা গিয়েছে, এই ফোনটির নাম রাখা হয়েছে Motorola One Hyper। এটি তাদের প্রথম পপআপ সেলফি ক্যামেরার স্মার্টফোন। তবে কেন এই ফোনের নাম Hyper রাখা হল, সে সম্পর্কে এখনও অবশ্য কিছু জানা যায়নি।
মোটোরোলার হাইপার ওয়ান স্মার্টফোনটিতে কোন কোন ফিচার আছে, সে সম্পর্কে একটি আভাস ইতোমধ্যে পাওয়া গিয়েছে। আর ফাঁস হওয়া সেই তথ্য সত্যি হলে এতে আছে নচবিহীন ৬.৩৯ ইঞ্চি FHD+ আইপিএস এলসিডি ডিসপ্লে। সেইসঙ্গে নিরাপত্তার স্বার্থে ব্যাকপ্যানেলের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।